বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেতনের দাবিতে ফের মহাসড়কে শ্রমিকরা, পুলিশের ধাওয়া

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৬

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ একপর্যায়ে টিয়ার শেল ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে শ্রমিকরাও। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুরে ফের ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওপেক্স অ্যান্ড সিনহা নামের পোশাক কারখানার শ্রমিকরা।

মহাসড়কের সোনারগাঁ অংশে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে অবস্থান নেন তারা।

এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজট দেখা দেয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া দেয়।

পুলিশের ধাওয়ায় প্রথমে শ্রমিকরা সরে গেলেও পরে আবার সংঘবদ্ধ হয়ে রাস্তায় টায়ারে আগুন দেয়।

এভাবে কয়েক দফায় পুলিশের ধাওয়া চলে, শ্রমিকরাও সড়কের দুই পাশে অবস্থান পাল্টে আবার জড়ো হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেলও ছোড়ে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরাও ইট-পাটকেল ছুড়তে থাকে।

সকাল ১০টা পর্যন্ত চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। সকাল সাড়ে ১০টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বেলা ১১টা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে শ্রমিকদের ছোট ছোট দলে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেয়া এক নারী শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের তিনমাস ধরে বেতন দিচ্ছে না কারখানার মালিকপক্ষ। দুই বছরের নানা ছুটির বকেয়াও রয়েছে। এসব আদায়ের জন্যই রাস্তায় নেমেছেন তারা।

আরও কয়েকজন শ্রমিক জানান, বুধবারও তাদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে। টিয়ারশেল মেরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়, কিন্তু বেতনের টাকার কোনো মিমাংসা করেনি। তাই সকালে আবার তারা বিক্ষোভ করেছেন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নিউজবাংলাকে জানান, সকালে পুলিশ তাদের সড়ক ছেড়ে চলে যেতে মাইকিং করে। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের আন্দোলন চলমান রাখে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এই পোশাক কারখানার শ্রমিকদের আরেকটি অংশ বকেয়া আদায়ে বুধবারও সড়ক অবরোধ করে।

বুধবার বিকালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় আট কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় যানজট।

পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয় রাত সাড়ে আটটার দিকে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে ওপেক্স অ্যান্ড সিনহা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।

এ বিভাগের আরো খবর