ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেত থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৬টার দিকে ওই গ্রামের মঘা নদীর পাশের সড়ক দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছিলেন। সে সময় ধানক্ষেতের আইলে ওই ব্যক্তির গলাকাটা মরদেহ দেখে তারা থানায় খবর দেন।
পুলিশ গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহের পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।