কক্সবাজারের টেকনাফে নিজ ঘর থেকে দুই কেজি আইসসহ মো. মুজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার মিঠা পানিরছড়া এলাকা থেকে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য পেয়ে পানিরছড়ার সোনা মিয়ার বাড়িটি ঘেরাও করেন তারা। ওই সময় বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর সময় সোনার মিয়ার ছেলে মুজিবকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে বাড়ির ফলস সিলিংয়ে অভিনব কায়দায় লুকানো দুই কেজি আইস পাওয়া যায়।
জব্দ করা মাদকের বাজারমূল্য ১০ কোটি টাকা জানিয়ে বিজিবির এই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করার পর মুজিবকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানা কর্তৃপক্ষ জানায়, মুজিবকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।