বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেতনের দাবিতে সড়ক অবরোধ করা শ্রমিকদের পুলিশের পিটুনি

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৭

ওপেক্স অ্যান্ড সিনহা নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

নারায়ণগঞ্জের কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় আট কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় যানজট।

পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওপেক্স অ্যান্ড সিনহা নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। তারা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পরে লাঠিচার্জ ও টিয়ারশেলের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক হয় রাত সাড়ে আটটার দিকে।

শ্রমিকরা জানান, কারখানায় তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। এ কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে ওপেক্স অ্যান্ড সিনহা কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।

এ বিভাগের আরো খবর