বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোকা-কোলা বাংলাদেশের নতুন এমডি তা জি তুং

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৮

তা জি তুংকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে জিডিপির অসাধারণ প্রবৃদ্ধির মাধ্যমে পৃথিবীকে চমকে দিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি বাজারে টেকসই ব্যবসা গড়ে তোলার ওপর জোর দিতে চায়।’

কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তা জি তুং। ১৫ বছর ধরে তিনি বহুজাতিক এই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

কোকা-কোলা বাংলাদেশে যোগ দেয়ার আগে তুং ভিয়েতনামে কোকা-কোলা বেভারেজের মার্কেট অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ ছিলেন।

ভিয়েতনামের হ্যানয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সার্জন ডিগ্রি পাওয়া তুং পরে হ্যানয় পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি এবং ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে জিডিপির অসাধারণ প্রবৃদ্ধির মাধ্যমে পৃথিবীকে চমকে দিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি বাজারে টেকসই ব্যবসা গড়ে তোলার ওপর জোর দিতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের পানীয় প্রস্তুতকারী অংশীদার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) এবং অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা একযোগে বাংলাদেশের ভোক্তাদের উজ্জীবিত করতে কাজ করে যাব।’

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে কোকা-কোলা সিস্টেম বাংলাদেশে ‘ভ্যালু অ্যাডেড ইমপ্যাক্ট’ হিসেবে ১২২ কোটি টাকা যোগ করেছে, যা বাংলাদেশের মোট জিডিপির শূন্য দশমিক ১১ শতাংশ।

ভ্যালু অ্যাডেড ইমপ্যাক্ট হলো একটি দেশের সব পরিবার, ব্যবসা ও সরকারের অর্জিত আয়ের যোগফল।

বাংলাদেশে কোকা-কোলার পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২২ হাজারের বেশি মানুষ জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোকা-কোলা বাংলাদশে ব্যবসা করছে পাঁচ দশক ধরে। কোকা-কোলা, ডায়েট কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে পানি, কিনলে সোডা, কোকা-কোলা জিরো, স্প্রাইট জিরো, থামস আপ কারেন্ট এ কোম্পানিরই পণ্য।

২০০৬ সালে আঞ্চলিক ট্রেড মার্কেটিং ম্যানেজার (উত্তর ভিয়েতনাম) হিসেবে কোকা-কোলায় যোগ দেন তুং। পরবর্তী সময়ে তিনি একাধিক অপারেশনস ও কমার্শিয়াল পদে দায়িত্ব পালন করেন। তার আগে ‘প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’ এ কর্মরত ছিলেন।

এ বিভাগের আরো খবর