গাজীপুরের কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কালীগঞ্জ থানায় বুধবার দুপুর ১২টার দিকে ওই শিশুর বাবা স্থানীয় মুদি দোকানি মো. জামালের বিরুদ্ধে মামলা করেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার একটি গ্রামে ওই শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন।
এসআই ইমন জানান, শিশুটির বাবা পেশায় রিকশাচালক, মা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। প্রতিদিনের মতো দুই মেয়েকে বাড়িতে রেখে কাজে বের হন তাদের বাবা-মা।
মঙ্গলবার দুপুরে সাত বছরের ওই শিশু তেল কিনতে জামালের দোকানে যায়। এ সময় জামাল শিশুটিকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার বড় বোন তাকে ডাকতে দোকানে যায়। শিশুটির বড় বোনকে দেখে পালিয়ে যান ওই মুদি দোকানি। বাবা-মা বাড়ি ফিরলে শিশুটি তাদের এ ঘটনা জানায়।
মামলার পরপরই শিশুটিকে জবানবন্দি দেয়ার জন্য গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়। অভিযুক্ত জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।