বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১১

স্থানীয় লোকজন জানায়, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। ওই বৃদ্ধ ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ২ নম্বর প্ল্যাটফর্মে আসতে শুরু করলে তিনি আবার ২ নম্বর প্ল্যাটফর্মেই ওঠার চেষ্টা করেন। তবে তার আগেই ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৭০ বছর। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তিনি স্টেশনে ভিক্ষা করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানায়, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। ওই বৃদ্ধ ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ২ নম্বর প্ল্যাটফর্মে আসতে শুরু করলে তিনি আবার ২ নম্বর প্ল্যাটফর্মেই ওঠার চেষ্টা করেন। তবে তার আগেই ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

এসআই মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর