জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি উজ্জ্বল ভবিষ্যত নিয়ে রাজনীতির মাঠে আছে। ২১ বছর ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিলো। এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে বিএনপিও রাজনীতিতে দিশেহারা। কিন্তু দীর্ঘ ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে লড়ছে।’
বুধবার দুপুরে বনানীর রাজনৈতিক কার্যালয়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
পার্টির উজ্জ্বল ভবিষ্যতের কারণ জানিয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা আর ভালোবাসা নিয়ে রাজনীতি করে। দেশের মানুষ বলছে, জাতীয় পার্টির শাসনামলেই দেশের মানুষ ভালো ছিলেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করেছেন, নির্বাচনে দেশের মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি বিমুখ হয়ে পড়েছে। সরকার সমর্থিত প্রার্থীদের চাপে বিরোধী প্রার্থীরা নির্বাচনের মাঠে টিকতেই পারছে না।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়তে হবে। যারা মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে লড়াই করতে পারবে না, তাদের স্থান জাতীয় পার্টিতে হবে না।
‘দেশের মানুষ তাদেরই পছন্দ করে যারা শেষ পর্যন্ত লড়াই করতে পারে। যারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা দেশের মানুষের কাছে ঘৃনিত।’
এসময় দলের কেন্দ্রীয় ও মানিকগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।