ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
ওসি শহিদুল জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবকের বয়স ২৫-৩৫ বছর এবং ৮-১০ দিন আগে তার মৃত্যু হয়েছে। সুরতহালে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। রাজাপুর থানায় অপমৃত্যুর মামলা করে বুধবার বেলা ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।