বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ই-কমার্সের প্রতারণার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের: অর্থমন্ত্রী

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৩

অর্থমন্ত্রী বলেন, ‘ই-কর্মাসের ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে কোনো অনিয়ম কিংবা প্রতারনার মতো ঘটনা ঘটলে বাণিজ্য মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে।’

দেশে কোনো ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণা করলে তার দায় বাণিজ্য মন্ত্রণালয়কে নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সম্প্রতি বেশ কয়েকটি ই-কর্মাস প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের শ শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অনেকেই টাকা নিয়েও মাসের পর মাস পণ্য দেয়নি গ্রাহককে। গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণার বিষয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

অর্থমন্ত্রী বলেন, ‘ই-কর্মাসের ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে কোনো অনিয়ম কিংবা প্রতারনার মতো ঘটনা ঘটলে বাণিজ্য মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিংবা আইসিটি বিভাগসহ অন্য কোনো সরকারি সংস্থা জড়িত থাকলে তারাও দায়িত্ব এড়াতে পারেন না।’

মুস্তফা কামাল বলেন, ‘মাঝে মাঝে কিছু প্রতিষ্ঠান প্রতারনার ফাঁদে ফেলে জনগণকে সর্বস্বান্ত করছে। জনগণের সুরক্ষায় এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে।’

এরইমধ্যে ই-কমার্স ব্যবসাকে নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার ই-কমার্স আইন প্রণয়ন করতে সিদ্ধান্ত নিতে চার মন্ত্রীর সমন্বয়ে একটি বৈঠক শুরু হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ অংশ নিয়েছেন।

বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করণীয় ঠিক করা, খাতটিকে নিয়ন্ত্রণে আনতে একটি সমন্বিত ও স্বতন্ত্র আইন করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো খবর