দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ।
বেনাপোল বন্দর দিয়ে বুধবার বিকালে প্রায় ৭৮ টন ৮৫০ কেজি ইলিশ রপ্তানি করা হবে।
এর আগে মঙ্গলবার ৫২ জন ইলিশ রপ্তানিকারককে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
কাস্টমস কার্গো সুপার স্বপন কুমার দাশ নিউজবাংলাকে জানান, খুলনার সাউদান এন্ড ফুড লিমিটেড, ঢাকার ইউনিয়ন ভেনঞ্চারসহ ৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১১টি ট্রাকে ইলিশ রপ্তানি করেছে।
প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে প্রথম চালানে মোট ২ লক্ষ ৩১ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হবে।
তিনি আরও জানান, কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশরী এন্টারপ্রাইজ এগুলো আমদানি করেছে।
আর কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রপ্তানি করছে মিলা এন্টারপ্রাইজ ও বিশ্বাস ট্রেডাস নামে দুইটি সিএণ্ডএফ এজেন্ট।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, গত বছর ১ হাজার ৮৭৫ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছিল বানিজ্য মন্ত্রণালয়।
২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রপ্তানি করা হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ইলিশ রপ্তানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। সুষ্ঠু রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।’