বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিষাক্ত খাবারে’ পাখির মৃত্যু: অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

  •    
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫১

থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে, সোমবার উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামে কিটনাশক মেশানো কালাই খেয়ে ৬৫টি ঘুঘু ও ৭টি কবুতর মারা যায়। মঙ্গলবার সেখানে গিয়ে মৃত আরও ২৬টি ঘুঘু ও ৩টি কবুতর পাওয়া যায়।

সিরাজগঞ্জের শাহজাদপুর ‘কিটনাশক মেশানো খাবার’ খেয়ে ঘুঘু ও কবুতরের মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার রাতে বনবিভাগ থেকে তারা অভিযোগটি পেয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সোমবার উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামে কিটনাশক মেশানো কালাই খেয়ে ৬৫টি ঘুঘু ও ৭টি কবুতর মারা যায়। মঙ্গলবার সেখানে গিয়ে মৃত আরও ২৬টি ঘুঘু ও ৩টি কবুতর পান দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

মামুন বিশ্বাস জানান, স্থানীয়রা দুই দফায় মৃত পাখিগুলো উদ্ধার করে। পরে সেগুলো বন কর্মকর্তা রশিদুল ইসলামের কাছে দেয়া হয়। তিনি সেগুলো পুঁতে ফেলেন।

ওসি শাহিদ মাহমুদ খান নিউজবাংলাকে বলেন, বন কর্মকর্তা রশিদুল অভিযোগ করেছেন। বন্যপ্রাণী রক্ষা আইন মোতাবেক এই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর