ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করলে ধানমন্ডি থানাকে মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেয় আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে এটি এফআইআর হিসেবে নেয়ার আদেশ দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদী ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টে টেবিলের দুই হাজার টাকা ছাড় বাবদ ২৩ হাজার টাকা পাঠান। শর্ত ছিল পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার।
নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এজন্য বাদী আসামি রাসেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান।
এরপর শুধু টেবিলের টাকা ফেরত দেয় তারা। কিন্তু এসির বিষয়ে কোনো সমাধান করেনি। বাদী যোগাযোগ করলে ২৫ মে ইভ্যালির পক্ষ থেকে এসি সরবরাহের বিষয় অস্বীকার করা হয়।
বাদীর অভিযোগ, আসামিরা তার কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়ে আর পণ্য সরবরাহ না করেনি এমনকি পাওনা টাকাও ফেরত দেয়নি। তাই বাদীর আইনজীবী মোহাম্মদ নূহ শিকদার আসামিকে গত ১৫ ফেব্রুয়ারি একটি আইনি নোটিশ পাঠায়।
নোটিশে পাঁচ দিনের মধ্যে সমস্যার সমাধান করার কথা বলা হলেও আসামিরা তা করেনি। পরে ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে ধানমন্ডি থানায় অভিযোগ না নিয়ে আদালতে যেতে বলে।