নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তার জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের বৃদ্ধ কাজেম আলী ও তার স্ত্রী জমেলা বেগম। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ পরির্দশক হাবিবুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আধাপাকা ঘরের মেঝেতে পানি দিতে সকালে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান কাজেম আলী। এ সময় অসাবধানতাবশত তিনি তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে যান জমেলা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আশপাশের লোকজন ছুটে এসে সুইচ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করেন।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।