বাগেরহাটে অপহরণ মামলার আট দিন পরও নিখোঁজ কিশোরীর সন্ধান পায়নি পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
পুলিশ জানিয়েছে, তারা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরীর বাবা জানান, তার মেয়ের সঙ্গে সদর উপজেলার যাত্রাপুর বাজারের জুতা ব্যবসায়ী রাশেদুজ্জামান বাপ্পির সুসম্পর্ক ছিল। তবে একপর্যায়ে বাপ্পি তার মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করেন। এলাকার অন্য মেয়েদেরও তিনি উত্ত্যক্ত করেন।
তার অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর সকালে অ্যাসাইনমেন্ট দিয়ে বাড়ি ফেরার সময় বাপ্পি লোকজন নিয়ে তার মেয়েকে অপহরণ করেন। এরপর ১৩ সেপ্টেম্বর তিনি বাপ্পিসহ সাতজনের নামে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।
মামলার বাকি আসামিরা হলেন বাপ্পির ভাই হাছিব হাওলাদার, বন্ধু হরিচাঁদ দাস, মিঠু শেখ, বাবু হাওলাদার, মনিরুল ও সজীব শেখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম নিউজবাংলাকে জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। তবে এখনও ওই কিশোরী বা আসামিদের খোঁজ পাওয়া যায়নি।