দ্বিতীয় স্ত্রীর অস্ত্রোপচার করা হয়েছে এক দিন আগে। সেই অবস্থায় রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে প্রথম স্ত্রীর কাছে যান স্বামী। মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ কল পেয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ময়মনসিংহ শহরের জে সি গুহ রোড এলাকার একটি বাসার। সোমবার রাতে উদ্ধারের পর ওই নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই নারীর স্বামী আব্দুল হাকিমের দাবি, তার বাড়ির সঙ্গেই দোকান রয়েছে। দোকানের নিরাপত্তার জন্যই তিনি বাইরে থেকে তালা দিয়ে যান। সকালে খবর পেয়ে তিনি হাসপাতালে যান।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ভ্রূণ নষ্ট হওয়ায় রোববার হাসপাতালে ওই নারীর গর্ভপাত করানো হয়। পরে রক্ত দেয়ার কথা থাকলেও তা না করেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সোমবার রাত আড়াইটার দিকে পেটে যন্ত্রণা শুরু হয় তার। ওই সময় বাড়িতে ছিলেন না তার স্বামী। মোবাইল নম্বরটিও ছিল বন্ধ। আর বাইরে থেকে তালাবদ্ধ হওয়ায় তারা বেরও হতে পারছিলেন না।
ফারুক আরও জানান, মধ্যরাতে আর্তনাদ শুনে প্রতিবেশী এক যুবক ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে আশপাশের লোকজনের সহায়তায় দেয়াল ভেঙে ওই নারীকে উদ্ধার করে।
তালা না ভেঙে দেয়াল ভাঙার বিষয়ে তিনি জানান, দেয়ালটি দুর্বল ছিল। আর তালাটি ছিল বেশ বড়। তালার চেয়ে দেয়াল ভাঙা সহজ হবে বলে তাদের মনে হওয়ায় দেয়ালটিই ভাঙা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে লেবার ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। মধ্যরাতে ওই নারীর রক্তশূন্যতা ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল।’
এ দম্পতির আড়াই বছরের একটি সন্তান রয়েছে। ওই নারী বর্তমানে সুস্থ আছেন বলেও জানান ওসি৷