রাজশাহীতে নিজ বাড়ি থেকে অবসর পাওয়া প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লার একটি বাড়ি থেকে মঙ্গলবার বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মায়া রাণী ঘোষ রাজশাহী নগরীর মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চাকরি থেকে অবসর নিয়েছেন ২০১০ সালে।
এলাকাবাসীর বরাত দিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, মায়া রাণী অবিবাহিত ছিলেন। বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার সকালে গৃহকর্মী হেনা ঘোষ বাড়িতে গিয়ে তাকে চা বানিয়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে মায়া রাণীর পালিত মেয়ে পুতুল ঘোষ শ্বশুরবাড়ি থেকে ওই বাড়িতে যান।
এ সময় একটি ঘরের মেঝেতে মায়া রাণীর মরদেহ পড়ে থাকতে দেখেন পুতুল। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ওসি আরও জানান, সুরতহালে মরদেহের গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর স্বর্ণালংকার ও মোবাইল লুট করা হয়েছে। ময়নাতদন্তের পর আরও নিশ্চিত করে সব বলা যাবে।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছে বলে জানান ওসি।