বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের রিমান্ডে ইভ্যালির রাসেল

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৪

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ও সাজ্জাদুল হক শিহাব বলেন, ‘আসামি রাসেল ও শামীমা অত্যন্ত চালাকির সঙ্গে লাখ লাখ গ্রাহককে ঠকিয়ে শত শত কোটি টাকা লুট করেছেন। তারা চারটি কোম্পানির নামে ৩৫ লাখ ৮৫ হাজার ৫৪২ টাকা ৫০ পয়সা আত্মসাৎ করেছেন।

পণ্য সরবরাহের পর তা বিক্রি করলেও মার্চেন্টকে টাকা পরিশোধ না করার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

অর্থ আত্মসাতের একই মামলায় আরেক আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড আবেদন করলেও তা নাকচ করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর আদালতের হাকিম মো. হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

ইভ্যালির মার্চেন্ট ও মামলার বাদী মো. কামরুল ইসলাম চকদার অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় ১৯ সেপ্টেম্বর মামলাটি করেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত গুলশান থানার মামলায় রাসেলের তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছিলেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে অন্য মামলায় এই রিমান্ড দিল আদালত।

ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. এশারত আলী জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক হাসিবুল হক রিমান্ডের ওই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ও সাজ্জাদুল হক শিহাব বলেন, ‘আসামি রাসেল ও শামীমা অত্যন্ত চালাকির সঙ্গে লাখ লাখ গ্রাহককে ঠকিয়ে শত শত কোটি টাকা লুট করেছেন। তারা চারটি কোম্পানির নামে ৩৫ লাখ ৮৫ হাজার ৫৪২ টাকা ৫০ পয়সা আত্মসাৎ করেছেন।

‘সেসব টাকা কোথায় রেখেছেন এবং এর সঙ্গে আর কারা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তের স্বার্থে তথ্য জানা প্রয়োজন। তাই তাদের সাত দিন করে রিমান্ডের প্রয়োজন।’

তিনি আরও বলেন, এই মামলায় ১২ জন আসামির মধ্যে প্রথম দুজন গ্রেপ্তার আছে, আমরা তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ প্রার্থনা করছি। বাকি আসামিরা পলাতক রয়েছেন।’

আসামিপক্ষে ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ শুনানিতে বলেন, ‘আসামিকে রিমান্ড দেয়ার কোনো যৌক্তিকতা নাই। আমরা কোনো গ্রাহকের পণ্য দিতে অস্বীকার করিনি, বৈশ্বিক অতিমারির কারণে কিছু হেরফের হয়েছে, কিন্তু তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী মাল অথবা টাকা আমরা ফেরত দেব। কিন্তু তার জন্য আমাদের জামিনে মুক্ত করতে হবে। আমাসিকে অহেতুক রিমান্ডে না পাঠানোর অনুরোধ করছি।’

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাসেলকে এক দিনের রিমান্ড দিলেও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে বিকেলে এই দম্পতিকে গ্রেপ্তার করে গুলশান থানায় হস্তান্তর করে।

এ বিভাগের আরো খবর