লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই বছরের শিশুর নাম জুঁই আক্তার।
এলাকাবাসীর বরাত দিয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জুয়েল রানার দুই বছরের মেয়ে জুই আক্তার বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়।
পরে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।