বগুড়ার দুঁপচাচিয়ায় ডোবা থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ইসলামপুর গ্রামের ডোবা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. হুমায়ুনের বাড়ি ওই এলাকাতেই। তিনি কৃষিকাজ করতেন।
পারিবারের বরাত দিয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান রুবায়েত জানান, সোমবার সন্ধ্যার পর হুমায়ুন বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। সকালে বাড়ির পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজন তা ওপরে টেনে তোলেন।
পরে সেই বস্তার মধ্যে হুমায়ুনের মরদেহ দেখে থানায় জানানো হয়।
ওসি আরও জানান, সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে হুমায়ুনের পরিবারও কোনো তথ্য দিতে পারেনি।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।