চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী রেলস্টেশনের ১০০ গজ উত্তরে পৌঁছালে এর বগিগুলো লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার মো. হালিমুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী রেলস্টেশনের ১০০ গজ উত্তরে পৌঁছলে এর বগিগুলো লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন সেখানে যাচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।