কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুর থেকে সোমবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।
মৃত পরিচ্ছন্নতাকর্মীর নাম হেলাল মিয়া। তার বাড়ি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে।
পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বৃষ্টির কারণে গৌরীপুর ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকা ও গৌরীপুর বাজারে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা দূর করতে রোববার দুপুরে গৌরীপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরে ডুবে থাকা ড্রেনেজ লাইন পরিষ্কার করতে নামেন হেলাল। পরে তিনি পুকুরের পানিতে তলিয়ে যান।
তিনি আরও জানান, পুকুরটি অনেক গভীর। এ ছাড়া এটি আগাছায় পরিপূর্ণ। ঘটনার পর দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে হেলালকে উদ্ধার করতে পারেনি। সোমবার চাঁদপুর থেকে ডুবুরি দল এসে দুপুরের পর হেলালের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।