রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।
নুরু হালদার জানান, সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটে ডাকের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী শাজাহান শেখ ১২০০ টাকা কেজি দরে ৪২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী শাজাহান শেখ জানান, মাছটি কেনার পর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছেন।
তিনি বলেন, ‘নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনি। আজকের মাছটি জেলে নুরু হালদার বিক্রির জন্য আনলে ডাকের মাধ্যমে কিনে বিক্রি করে দিই।’