হবিগঞ্জের লাখাইয়ে প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে বিয়ের আয়োজন করেছিল পরিবার।
উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সোমবার বেলা ২টার দিকে বিয়েবাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
এ সময় কনের মাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নেয়া হয়, ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীর বিয়ে না দেয়ার।
স্থানীয় মুড়াকরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন সোমবার বিকেলে করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ‘ওই ছাত্রীর পরিবারের লোকজন প্রশাসনের নজর এড়াতে তার জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে বয়স বাড়িয়েছিল। এ সময় বয়স নির্ধারণে বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় মেয়েটির বয়স ১৫ বছর।’
তিনি আরও বলেন, ‘বিয়েবাড়িতে স্কুলছাত্রীর বাবাকে পাওয়া যায়নি। ওই মেয়েটির বিয়ে বন্ধ করে তার মাকে জরিমানা করা হয়েছে।’
এর আগে, গত ১০ সেপ্টেম্বর আজমিরীগঞ্জে প্রশাসনের তৎপরতায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।