ভারতে পাচারের ৩ বছর পর ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ওই ৩৭ কিশোর-কিশোরীর বাড়ি খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও সুনামগঞ্জে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন জানান, পরিবারের অভাব-অনটনের সুযোগে কাজের লোভ দেখিয়ে এই কিশোর-কিশোরীদের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। সেখানে তাদের দিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়।
ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিশেষ ট্র্যাভেল পারমিট দেয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব নিউজবাংলাকে জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) হাতে তুলে দেয়া হবে।