বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষককে মারধরের ভিডিও ফেসবুকে, গ্রেপ্তার ১

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:০৩

ওসি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই কৃষককে মারধর করা হয়। সেই ভিডিও ফেসবুকে ভাইরালও হয়। পরে কৃষকের পরিবারের পক্ষ থেকে ১৫ জনকে আসামি করে মামলা হলে গ্রেপ্তার করা হয় একজনকে।

নেত্রকোণার দুর্গাপুরে কৃষককে প্রকাশ্যে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়ন থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি এলাকায় আলোচনায় আসে। এরপর ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে মামলা হলে গ্রেপ্তার করা হয় ছোবহান ফকির নামের ওই ব্যক্তিকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ওই কৃষকের ছোট ভাই ১৫ জনকে আসামী করে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে সোমবার সকালে গ্রেপ্তার করা হয় শুকনাকুড়ি গ্রামের ছোবহানকে।

মারধরের ঘটনাটি ঘটে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকালে।

মামলার বরাতে ওসি জানান, জমি নিয়ে অনেকদিন ধরেই ওই কৃষকের সঙ্গে এলাকার আব্দুল হামিদ ফকির ও তার ভাইদের বিরোধ চলছিল। জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে। এর জেরেই গত বৃহস্পতিবার বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে শুকনাকুড়ি এলাকায় ওই কৃষককে মাটিতে ফেলে রেখে মারধর করা হয়।

ওই কৃষকের ভাতিজা নিউজবাংলাকে বলেন, ‘আসামিরা আমাদের জমি দখল করে রাখায় আমার চাচা মামলা করেন। ঘটনার দিন আমার চাচা দুর্গাপুর থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন তাকে মোবাইল ফোনে কল দিয়ে নিরিবিলি হোটেলের সামনে যেতে বলা হয়।

‘চাচা সেখানে গেলে আসামিরা মারতে থাকে। মারধরে চাচা মাটিতে লুটিয়ে পড়েন। তার বাম পা ভেঙে গেছে। আমরা এর বিচার চাই।’

তিনি জানান, আহত কৃষককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরো খবর