পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢালাইয়ের পর গার্ডার ধসে পড়া সেতুটি নিজ খরচে আবার নির্মাণ করে দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
৪ কোটি টাকা ব্যয়ে ভান্ডারিয়া উপজেলার নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালে নির্মাণাধীন সেতুটির গার্ডার ঢালাইয়ের পরপরই ধসে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হন দুই শ্রমিক।
পরদিনই মেসার্স তেলিখালী কন্সট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার গার্ডার পুনর্নির্মাণ শুরু করেন।
ভান্ডারিয়ার মাঝি বাড়ি এলাকার শাকিল ইসলাম নিউজবাংলাকে জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের একটু আগে বিকট শব্দে গার্ডারটি ভেঙে পড়ে। এ সময় সেখানে দুজন শ্রমিক আহত হন। পরদিন থেকেই নতুন করে কাজ শুরু হয়।
জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) থেকে জানা যায়, এ বছরের শেষ দিকে ৪ কোটি টাকা ব্যয়ের এই সেতুটির কাজ শেষ হওয়ার কথা আছে। কী কারণে ঢালাইয়ের পর এর গার্ডার ভেঙে পড়েছে তা জানা যায়নি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার সেতু পরিদর্শনে যান।
ভান্ডারিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী বদরুল আলম জানান, তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের খরচে সেতুটি পুনর্নির্মাণের কথা বলেছেন। তবে তারা নিজ উদ্যোগে আগেই কাজ শুরু করে দিয়েছে।
এ বিষয়ে তেলিখালী কন্সট্রাকশনের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।