বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানসিক ভারসাম্যহীন মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩০

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ‘ঘটনাটি বেশকিছু দিন আগের। তাই তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানসিক ভারসাম্যহীন এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

বলৎকারের শিকার মাদ্রাসাছাত্রকে রোববার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার ওই মাদ্রাসাছাত্রের বাড়ি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে।

ওই ছাত্রের বাবা জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জুড়ানপুর গ্রামের বখাটে যুবক ইয়ামিন আলী ঘাস কাটার কথা বলে তার ছেলেকে ডোবার মাঠে নিয়ে যান। এ সময় ছেলেকে বলাৎকার করেন ইয়ামিন।

বিষয়টি কাউকে না বলার জন্য ছেলেকে হুমকি দেন তিনি। রোববার বিষয়টি জানাজানি হলে ছেলেকে জিজ্ঞেস করলে বিষয়টি খুলে বলে। পরে বিকেলে চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ‘ঘটনাটি বেশকিছু দিন আগের। তাই তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর