টাঙ্গাইলে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে পুলিশ।
জেলা দায়রা ও জজ আদালতে রোববার বিকেল পাঁচটার দিকে তাকে তোলা হয়। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়।
গ্রেপ্তার আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনির বাড়ি টাঙ্গাইল শহরের দেওলা এলাকায়।
নিজ কার্যালয়ে রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসপি জানান, শনিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। তার নামে টাঙ্গাইল সদর থানায় হত্যা, অস্ত্র, ছিনতাইসহ ৯টি মামলা আছে।
২০১২ সালে টাঙ্গাইলের পিচুরিয়া এলাকা থেকে মো. শামীম ও মো. মামুন নামে দুজনকে অপহরণ করে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে রনি ও তার সহযোগীদের নামে মামলা হয়। ওই মামলায় রনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি মামলাগুলো বিচারাধীন।
এসপি জানান, এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।