সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি অন্য একটি ইঞ্জিন দিয়ে টেনে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এতে রোববার বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বন্ধ থাকার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্টেশন মাস্টার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি অন্য একটি ইঞ্জিন দিয়ে টেনে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এতে রোববার বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অন্য ইঞ্জিনটি জমতৌল স্টেশন থেকে নেয়া হয় বলেও জানান তিনি।
এর আগে এদিন বেলা ২টার দিকে উল্লাপাড়ায় রেলসেতুতে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।