বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বীর মুক্তিযোদ্ধাকে ‘লাঞ্ছনা ও হত্যার হুমকি’, প্রতিবাদে বিক্ষোভ

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৫

চৌধুরী মিয়ার অভিযোগ, প্রতিবেশী আজাদ উদ্দিন তাকে বসতভিটাসহ পুরো জায়গাজমি বিক্রির প্রস্তাব দেন। এতে রাজি না হলে শনিবার দুপুরে আজাদ লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও পুরো পরিবারকে হত্যার হুমকি দেন।

লক্ষ্মীপুরে জায়গাজমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় বীর মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে রোববার দুপুরে সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন চৌধুরী মিয়া নামের ওই বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

চৌধুরী মিয়া নিউজবাংলাকে জানান, বছর খানেক আগে সরকার তাকে একটি ঘর করে দিয়েছে। সেই বসতভিটাসহ ব্যক্তিগত জায়গা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে চৌধুরী মিয়ার ভাতিজা মো. মনির চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। থানা পুলিশ জমি পরিমাপ করে বিষয়টি মীমাংসা করে দেয়।

এরপর প্রতিবেশী আজাদ উদ্দিন তাকে বসতভিটাসহ পুরো জায়গাজমি বিক্রির প্রস্তাব দেন। এতে রাজি না হলে শনিবার দুপুরে আজাদ লোকজন নিয়ে চৌধুরী মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও পুরো পরিবারকে হত্যার হুমকি দেন।

প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরনবী পাটওয়ারী বলেন, ‘জমি বিক্রি করতে রাজি না হওয়ায় চৌধুরী মিয়ার ওপর হামলা কোনোভাবে মেনে নিতে পারি না। বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা মানে দেশের ওপর হামলা।’

তিনি আজাদের বিচার ও দ্রুত অঢেল সম্পত্তির মালিক হওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান।

হামলা ও হুমকির বিষয়ে কথা বলার জন্য আজাদকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, চৌধুরী মিয়ার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না।

এ বিভাগের আরো খবর