বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৫

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে নির্মাণাধীন ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন আইয়ুব। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিং মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় সাভারের সমাজভিত্তিক গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভারের সমাজভিত্তিক গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোববার সকালে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার রাতে উপজেলার কুশুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আইয়ুব আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পলাশতলী গ্রামে। তিনি ধামরাই উপজেলার কুশুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে নির্মাণাধীন ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন আইয়ুব। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিং মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় সাভারের সমাজভিত্তিক গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন নিউজবাংলাকে বলেন, মরদেহ সকালে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা এলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর