বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় ২০১৮ সালে করা মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামিরা।
অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে রোববার সকাল সোয়া ১০টার সময় উপস্থিত হন তারা। তাদের পক্ষে লড়ার জন্য প্রায় অর্ধ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত রয়েছেন।
বেলা ১১টার সময় মামলাটির অভিযোগ গঠন হবে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল।
আসামি পক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। নিউজবাংলাকে তিনি জানান, আজ আদালতে ৫১ জন আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন। তবে আরও কয়েকজন হাজিরা দিতে আসতে পারেন। এছাড়াও কিছু আসামি পলাতক আছেন।