গোপালগঞ্জে গাড়িচাপায় আসাদুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী আসাদুর রহমান পুলিশ কনস্টেবল পদে গোপালগঞ্জ পুলিশ লাইনে র্কমরত ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, আসাদুর রহমান মোটরসাইকেলে করে যাওয়ার পথে পুরাতন মুকসুদপুর এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে জানা যায়নি আসাদুর রহমান মোটরসাইকেলে করে কোথায় যাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।