বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপবিদ্যুৎকেন্দ্র: শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৭

কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো বাস্তবতা নেই। সে জন্য আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।’ 

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে আন্দোলন পরিচালনা কমিটি।

উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির মোড় থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তাপবিদ্যুৎকেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘তাপবিদ্যুৎ নির্মাণের শুরু থেকে স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি। স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবিতে দীর্ঘ চার বছর ধরে আমরা আন্দোলন করে আসছি।

‘সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেয়ার কথা থাকলেও নামমাত্র ২০ জন শ্রমিককে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব-অনটনের মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছি।’

কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো বাস্তবতা নেই।সে জন্য আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।’

মানববন্ধনে বক্তারা দুমুঠো ডাল-ভাতের ব্যবস্থা করতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।

এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী বলেন, ‘নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আমাদের কিছুই করার নেই। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। তাই তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

এ বিভাগের আরো খবর