‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল আর চিনির দাম বাড়ার কারণে দেশের বাজারে পণ্য দুটির দাম বেড়েছে। যখনই আন্তর্জাতিক বাজারে দাম কমে, তখন আমরা মূল্য পুনর্নির্ধারণ করে দেয়ার চেষ্টা করি।’ কথাগুলো বলছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর মহানগর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার দুপুরে জেলা টাউন হলে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যেমন আলুর দাম কমে গেছে, এবার কৃষক উৎপাদিত আলুর ন্যায্য দাম পাবে না। কারণ চাহিদার তুলনায় অনেক বেশি আলু উৎপাদন হয়েছে।
‘তারপরেও আমরা চেষ্টা করছি কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পায়। আর শীতকালীন শাকসবজির দাম বেড়েছে, তবে এই দাম ২-৪ দিনের মধ্যে কমে যাবে।’
মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্যবৈষম্য কমিয়ে আনার চেষ্টা চলছে। কিছু কিছু পণ্য রপ্তানিতে আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আমরা ভারতে মাছ রপ্তানির প্রস্তাব দিয়েছি। ভারতের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা অব্যাহত রয়েছে।’
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ রংপুরের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান।