চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মারুফ বিন আবদুল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। কী গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা ঠিক কেউ জানে না। নিহতের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।’
চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
ফ্লাইওভারে ‘হোটেল প্যানিনসুলা’ এর কাছে শনিবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মারুফ বিন আবদুল্লাহ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। কী গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা ঠিক কেউ জানে না। নিহতের নাম-পরিচয়ও পাওয়া যায়নি। ’
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলেও জানান তিনি।