বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈকতে ২ দিনে ৩ মরদেহ

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৮

সৈকতে কর্মরত মাহবুব আলম জানান, নাম-পরিচয় না জানা যুবকের মরদেহটি শনিবার বেলা ১২টার পর সৈকতের নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০। মৃত যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাজিরারটেক পয়েন্ট থেকে শনিবার বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।

মৃত যুবকের নাম অভ্র। তার বাড়ি যশোরে। তিনি আব্দুর রাজ্জাক কলেজের শিক্ষক মো. শাহরিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

সৈকতে কর্মরত মাহবুব আলম জানান, মরদেহটি শনিবার বেলা ১২টার পর সৈকতের নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০।

এদিকে তিন ঘণ্টার ব্যবধানে গতকাল শুক্রবারে দুপুর ১টাবিকেল ৩টার দিকে সী-গাল পয়েন্টের থেকে এক কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মধ্যে একজন শহরের কলাতলীর চন্দ্রিমা এলাকার মোহাম্মদ ইমন ও আরেকজন যশোরের কোতোয়ালি থানা এলাকার রাফিদ ঐশিক।

এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিনটি মরদেহ উদ্ধার হল। পানিতে ডুবে আহত হয়েছেন কয়েকজন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, শুক্রবার দুজনের পর শনিবার আরও এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর