বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ টাকার বিরোধে সহকর্মীকে হত্যার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫৫

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শামীমকে ঘুম থেকে উঠিয়ে আরাফাত জানান, তিনি বাড়িতে যেতে পারছেন না, শামীমের সঙ্গে ঘুমাবেন। পরে তারা দুজন একসঙ্গে শুয়ে পড়েন। শামীম ঘুমিয়ে গেলে আরাফাত তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

খুলনার লবণচরায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ম্যানেজার মো. শামীমকে ২০০ টাকা নিয়ে বিরোধে হত্যা করা হয় বলে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আরাফাত হোসেন।

বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

এর আগে বুধবার রাতে শামীমের খুন হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আরাফাতকে লবণচরার মোহাম্মদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আরাফাতের কাছ থেকে নিহত শামীমের দুটি মোবাইল ফোন ও চুরি করা ২১ হাজার ৩৭১ টাকাও উদ্ধার করা হয়েছে।

বাহিনীটি জানিয়েছে, নিহত শামীম ও আরাফাত খুলনার মেসার্স সোহেল অ্যান্ড রিফাত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আরাফাত প্রতিষ্ঠানটির কোকাকোলা পানীয় সরবরাহের দায়িত্বে ছিলেন। আর শামীম ছিলেন সোহেলের অটোরিকশা গ্যারেজের ম্যানেজার।

সোমবার আরাফাতকে চাকরিচ্যুত করে শামীমকে দুটি ব্যবসা দেখার দায়িত্ব দেন সোহেল। এ নিয়ে আরাফাত শামীমের ওপর ক্ষিপ্ত ছিলেন।

আরাফাতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদক কেনার জন্য শামীম আরাফাতকে ২০০ টাকা দেন। তবে আরাফাত হোটেলে খেয়ে সেই টাকা খরচ করে ফেলেন। এ নিয়ে আরাফাত ও শামীমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম তাকে মারধর করে।

পরে রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদনগর বাবলু সড়ক এম আর এন্টারপ্রাইজ অটো চার্জিং পয়েন্টে গিয়ে শামীমকে ঘুম থেকে উঠিয়ে আরাফাত জানান, সে বাড়িতে যেতে পারছে না, শামীমের সঙ্গে ঘুমাবেন। পরে তারা দুজন একসঙ্গে শুয়ে পড়েন। শামীম ঘুমিয়ে গেলে আরাফাত তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, শামীমকে হত্যার পর তার দুটি মোবাইল ফোন এবং কাছে থাকা চাবি নিয়ে রিফাত অ্যান্ড সোহেল এন্টারপ্রাইজের শাটারের তালা খুলে ২১ হাজার ৩৭১ টাকা নিয়ে পালিয়ে যান আরাফাত।

এ বিভাগের আরো খবর