জাতীয় পার্টির (জাপা) নীতিনির্ধারকদের অনুমতি ছাড়া উপনির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করায় জাপার ভাইস প্রেসিডেন্ট লুৎফর রেজা খোকনকে দলের সব পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
জাপার ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাপার আহ্বায়ক লুৎফর রেজা খোকনকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী করা হয়েছিল তাকে। তবে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
খন্দকার দেলোয়ার জালালী জানান, লুৎফর রেজা খোকনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদবি থেকে বহিষ্কার করার পাশাপাশি, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে লুৎফর রেজা খোকনকে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এই কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
গত ৩০ জুলাই সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ রয়েছে। আর এই উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।