নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।
উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মো. ইউসুফ, মো. সুমন ও মো. জুয়েল। তাদের সবার বাড়ি শিলমুদ গ্রামে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রহিমের শ্যালক মো. সেলিমের বরাত দিয়ে ওসি জানান, ওই চারজন মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তাদের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিকভাবে দাফন করা হবে। এ ঘটনায় এখনও মামলার সিদ্ধান্ত হয়নি।