আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অফ বাংলাদেশের (এআইইউবি) মাইক্রোবাসে পেট্রোল বোমা হামলার মামলায় আনসার আল ইসলামের সদস্য দেলোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা করে। সেই মামলায় শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম পরে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয়ার আদেশ দেন।
সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন তথ্যটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোলোয়ার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানান।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে দেলোয়ার এআইইউবির ছাত্র পরিবহনের মাইক্রোবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পরে গাড়িতে থাকা লোকজন ও স্থানীয় টহল পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানান, সারা বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক ও স্টাফদের ওপর বড় পরিসরে হামলা করে প্রাণহানির মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করাই ছিল তার মূল উদ্দেশ্য।
ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রচারিত বিভিন্ন উগ্রবাদী ওয়াজ, মুসলমানদের নির্যাতনের ভিডিও দেখে সে উগ্রাবাদী হয়ে ওঠেন ও হামলার সিদ্ধান্ত নেয়। এ হামলার বিষয়ে তার আরও অনেক নির্দেশদাতা ও সহযোগী রয়েছে বলেও পুলিশের কাছে স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।