সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সাভার হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত রাজীব সূত্রধর বিপ্লব মানিকগঞ্জের সাটুরিয়া থানার নিরঞ্জন সূত্রধরের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে রেডিও কলোনি এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি যান রাজীবকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বাস, ট্রাক বা কোন ধরনের যান তাকে চাপা দেয়, তা জানা যায়নি।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। বিকেলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
রাজীবকে চাপা দেয়া যানটি চিহ্নিতের চেষ্টা চলছে বলেও জানান তিনি।