কক্সবাজার সমুদ্রসৈকতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন লাইফগার্ড কর্মীরা।
সিগাল পয়েন্ট থেকে শুক্রবার দুপুরে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে লাইফগার্ড কর্মীদের সহায়তায় সেটি তীরে আনা হয়।
বিচকর্মীদের ধারণা, মরদেহটি স্থানীয় কোনো বাসিন্দা অথবা জেলের হতে পারে।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান নিউজবাংলাকে বলেন, উদ্ধার কিশোরের পরনে একটি হাফপ্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ১৭ বছর।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কেউ তার পরিচয় জানলে ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সেল অথবা সদর থানায় যোগাযোগের অনুরোধ করা হলো।