বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৮

আশরাফুলের বাবা আল আমিন বলেন, ‘স্কুল বন্ধ থাকায় আমার ছেলে অটোরিকশা চালাত। প্রায় সময় গৌরীপুরের কয়েকজন আমার ছেলেকে বিরক্ত করত। একবার তার কাছ থেকে জোর করে টাকা পয়সাও নিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যা। আমার ছেলে হত্যার বিচার চাই।'

গাছের সঙ্গে পিচমোড়া করে চোখ বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতের নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।

আশরাফুল লালপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। এর পাশাপাশি সে অটোরিকশা চালত।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।

আশরাফুলের বাবা আল আমিন বলেন, ‘স্কুল বন্ধ থাকায় আমার ছেলে অটোরিকশা চালাত। প্রায় সময় গৌরীপুরের কয়েকজন আমার ছেলেকে বিরক্ত করত। একবার তার কাছ থেকে জোর করে টাকা পয়সাও নিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যা। আমার ছেলে হত্যার বিচার চাই।'

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড় থেকে মুখে টেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত বাধা অবস্থায় আশরাফুলের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে।’

এ বিভাগের আরো খবর