বগুড়া সদরে বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চালকসহ আরও চারজন।
বগুড়া-রংপুর মহাসড়কের ঝোঁপগাড়ি এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সদরের উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
নিহত ব্যক্তিরা হলেন আনোয়ারা আনো ও হামিদুন বেগম। তারা সদর উপজেলার নামাবালা এলাকার বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন নামাবালা এলাকার রাখিমনি, জুঁই, আজাহার আলী ও আব্দুল রফিক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআই আব্দুর রহিম বলেন, ‘মাটিডালি থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরের চারমাথার দিকে যাচ্ছিল। পথে ঝোঁপগাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালকসহ ছয়জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি।