হবিগঞ্জে অবৈধভাবে আসা ৫০ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করেছে টাস্কফোর্স।
চুনারুঘাট উপজেলার চানপুর ও রহমতাবাদ গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এগুলো জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চুনারুঘাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বিকেল থেকে অভিযান শুরু করে। অভিযান টের পেয়ে চোরাচালানকারীরা চা-পাতার বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সহকারী কমিশনার আরও জানান, বস্তাগুলোর কোনোটায় ৫০ কেজি আবার কোনোটায় ৬০ কেজি চা-পাতা আছে। সবই অবৈধ ও নিম্নমানের। এ ঘটনায় চুনারুঘাট থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।