যুবকের বাবা হাবিবুর রহমান জানান, তার ঘরের সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় নিজে নিজে ঠিক করার চেষ্টা করে মেহেদি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
সাতক্ষীরায় সিলিং ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
আশাশুনিতে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত যুবকের নাম মেহেদী হাসান। তিনি উপজেলার কাদাকাটি গ্রামের বাসিন্দা।
যুবকের বাবা হাবিবুর রহমান জানান, তার ঘরের সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় নিজে নিজে ঠিক করার চেষ্টা করে মেহেদি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।