বান্দরবানে জিপ গাড়ি থেকে ছিটকে পড়ে তৈয়বা সুলতানা নামের এক নারী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে বান্দরবান ফেরার পথে সুয়ালক এলাকার লম্বা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, লোহাগাড়া থেকে জিপ গাড়িতে বান্দরবানে নিজের বাড়িতে ফিরছিলেন তৈয়বা। জিপ গাড়িটি সুয়ালক এলাকার লম্বা রাস্তায় এলে ছিটকে পড়ে যান তিনি।
তারা জানান, জিপ থেকে পড়ার পরই অন্য দিক থেকে আসা আরেকটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান তৈয়বা।
বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই গোবিন্দ বলেন, ‘কোন চালক চাপা দিয়ে পালিয়েছে, সেটি এখনও জানা যায়নি। পরে তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’