বাগেরহাটের মোংলার পূর্ব সুন্দরবনের কচুবুনিয়া খাল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সুন্দরবনসংলগ্ন কচুবুনিয়া খাল থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মৃত জেলের নাম নিখিল শিউলি। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর এলাকায়।
ওসি মনিরুল বলেন, ‘নিখিল বেশ কিছুদিন আগে পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কচুবুনিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার জামার পকেটে পাস পারমিটের কপি পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করছি, স্ট্রোক (মস্তিষ্কের রক্তক্ষরণ) করে পানিতে পড়ে আর উঠতে পারেননি নিখিল।’
ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।